
বহুমুখী পাটপণ্যের প্রসার বাড়াতে দেশে ও বিদেশে আরও বেশি হারে প্রদর্শনীর নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, সে দিন আর বেশি দূরে নয়, সরকারের সফল উদ্যোগের ফলে বহুমুখী পাটপণ্য সবার হাতে পৌঁছাতে পারব।
গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় পাট দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বহুমুখী বিক্রয় ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক মাহমুদ হোসেনে প্রমুখ উপস্থিত ছিলেন।
এই প্রদর্শনী চলবে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা। এবার মেলায় ৭২টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন।