রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

মাহবুব হোসেন।
মাহবুব হোসেন। ছবি: সংগৃহীত

পবিত্র রমজানে সরকারি প্রতিষ্ঠানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। রমজানে জোহরের নামাজের বিরতি চলবে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসের জন্য সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসূচি নির্ধারণ করা হয়। পরে সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ এপ্রিল থেকে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com