
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের পরীক্ষার হলের নামকরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের নামে। গতকাল বৃহস্পতিবার কলা ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নামকরণ করেন।
লীলা নাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ১৯২১ সালে ইংরেজি বিভাগে ভর্তি হন লীলা নাগ। তিনি শিক্ষা জীবন শেষে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন এবং সামাজিক রূপান্তর ঘটানোর ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেন। নারী শিক্ষা, নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের মাঝে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি দীপালি সংঘসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেরিন আলম বলেন, তখনকার দিনে নারী পুরুষ একসঙ্গে পড়াশোনা করত না। এজন্য লীলা নাগকে ঢাবি থেকে এমএ ডিগ্রি নিতে অনেক সমস্যার মাঝে যেতে হয়েছে। পড়াশোনা, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করেছেন, যা বর্তমান নারীদের জন্য বড় একটা শিক্ষা।