স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।পুরোনো ছবি

সবক্ষেত্রে ডিজিটালাইজেশনের পাশাপাশি লোকবল নিয়োগ দিতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যের লোকবল নিয়োগ প্রক্রিয়াধীন। অনুমোদন হয়ে গেলে আগামীতে জনবলের আর ঘাটতি থাকবে না।’

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে হেলথ বুলেটিন ২০২০-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাবে কেন। আমাদের দেশ মধ্যম আয়ের দেশ। আমাদের দেশে ভালো চিকিৎসক, নার্স আছে। ভালো হাসপাতাল হয়ে গেছে। বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না। শুধু আস্থার অভাব আছে। আমরা যদি ভালো চিকিৎসা দেই, ভালো ব্যবহার করি, যন্ত্রপাতি ঠিক থাকে, নিজেরা উপস্থিত থাকি, তাহলেই আস্থা গড়ে উঠবে।

সভায় আরও ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির এবং এমআইএস পরিচালক অধ্যাপক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com