এনএসআইর সাবেক কর্মকর্তা অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার

আল মামুন।
আল মামুন।ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল এবং ৬০০ পিস ইয়াবাসহ মো. আল মামুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের ঘটনায় গতকাল শনিবার তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। এর আগে গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন কফিহাউস অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আল মামুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা। শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়। তিনি ঝিনাইদহের শৈলকুপা থানার শাহবাড়িয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে, থাকতেন নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর রূপায়ন টাউনের এ-৪ ভবনের ২৮ নম্বর ফ্ল্যাটে।

র‌্যাব-৩ জানায়, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলে যাওয়ার পথে র‌্যাব তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার কাছে গুলিভর্তি পিস্তল ও ইয়াবা পাওয়া যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com