শত নারী শ্রম পরিদর্শক নিয়ে সম্মেলন

নারী শ্রম পরিদর্শকের অংশগ্রহণে বৃহস্পতিবার সম্মেলন আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
নারী শ্রম পরিদর্শকের অংশগ্রহণে বৃহস্পতিবার সম্মেলন আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।ছবি : সংগৃহীত

দেশের সব নারী শ্রম পরিদর্শকের অংশগ্রহণে সম্মেলন আয়োজন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএলওর সহযোগিতায় এ সম্মেলন হয়। নারী শ্রম পরিদর্শকদের কর্মক্ষেত্রে পরিদর্শনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও এবিষয়ক উদ্যোগ গ্রহণ করাই সম্মেলনটির লক্ষ্য।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব এহছানে এলাহী বলেন, কয়েক বছরে কর্মক্ষেত্রে নারীবান্ধব কর্মপরিবেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যথাযথভাবে আইনের প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা পরিপূর্ণভাবে রোধ করা সম্ভব। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতামুক্ত কর্মপরিবেশ গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। সম্মেলনে ছিলেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর তোমো পুটিআইনেন, শ্রম অধিদপ্তরের ডিজি খালেদ মামুন চৌধুরী, বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মঅ্যান ভ্যান লিউয়েন, বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com