নকল পণ্য বিক্রির দায়ে জরিমানা দুই প্রতিষ্ঠানকে

কালবেলা।
কালবেলা।

অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০-এর সমন্বয়ে ওই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার রাজধানী ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মান্নান করপোরেশন’ ও ‘এম এম ফুড প্রোডাক্টস’কে জরিমানা করা হয়। প্রথম প্রতিষ্ঠানটি নকল বৈদ্যুতিক তার এবং অন্যটি ভেজাল খাদ্য বিক্রি করে আসছিল। অনুমোদনহীন বৈদ্যুতিকসামগ্রী বিক্রির জন্য ‘মান্নান করপোরেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল খাদ্য বিক্রির দায়ে ‘এম ফুড প্রোডাক্টস’কে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com