
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্। প্রথম মেয়াদ শেষের দিনেই নিয়োগ পেলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র বলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান নিয়োগের জন্য অধ্যাপক শহীদুল্লাহ্, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের নাম যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর থেকে ফিরে বৃহস্পতিবার অধ্যাপক শহীদুল্লাহ্কে নিয়োগ দিয়ে ফাইলে স্বাক্ষর করেন। চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি। আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে ইউজিসিতে একজনই কেবল দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন। তিনি অধ্যাপক ড. এম এ বারী। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি কমিশনের চেয়ারম্যান ছিলেন। কমিশনের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা দুবার চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্।