
পারস্পরিক স্বার্থ রক্ষায় অবকাঠামো ও সমুদ্রবন্দরের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গতকাল বুধবার বাংলাদেশে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত আলি আব্দুল্লাহ খাসেফ আল হামুদি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ওই আশ্বাস দেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অবকাঠামো ও সমুদ্রবন্দর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। চট্টগ্রাম বন্দর উন্নয়ন সহযোগিতা বিষয়ে এরই মধ্যে দুদেশের সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনালের একটি জেটি পরিচালনা করতে আগ্রহী দেশটি। বৈঠকে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত আল হামুদি। বিমান চলাচল খাতে সহযোগিতা নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ১৯৭৪ সালে দুই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপন করেন। আগামী নভেম্বরে দুবাইয়ে
কপ-২৮ শীর্ষ সম্মেলন আয়োজন করার জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিষয়েও কথা বলেন তারা। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসাডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।