হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডের রক্ত চলাচল জটিলতা নির্ণয়ে ডাক্তার, সহকারী টেকনিশিয়ান ও নার্সদের প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা আইপিডিআই ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ক্যাথল্যাব টেকনিশিয়ান অ্যান্ড নার্সেস ট্রেনিং প্রোগ্রাম-২০২৩’ প্রশিক্ষণে অংশ নেন দুই শতাধিক সহকারী টেকনিশিয়ান ও নার্স। ক্রমবর্ধমান হৃদরোগ প্রতিরোধে এ বিশেষ আয়োজন করে সংস্থাটি। আইপিডিআই হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের একটি সহযোগী সংস্থা।
ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞরা তথ্যচিত্রের মাধ্যমে তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এটি ক্যাথল্যাব প্রযুক্তিতে অত্যাধুনিক গবেষণা এবং উদ্ভাবনী ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞানগত সমৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। আবদুল ওয়াদুদ বলেন, মানসম্পন্ন কার্ডিওভাসকুলার সেবায় ক্রমাগত শিখে যাওয়ার বিকল্প নেই। এর মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির আধুনিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় বিজ্ঞানবিশ্বের সঙ্গে থাকতে হবে।
ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ড. মহসিন আহমেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে চিকিৎসক, টেকনিশিয়ান, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে আইপিডিআই। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।