ফতুল্লায় স্কুলছাত্রী অপহরণের ১৬ দিন পর মামলা

ফতুল্লা মডেল থানা।
ফতুল্লা মডেল থানা।পুরোনো ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ করা হয়েছে। অপহরণের ১৬ দিন পর ওই ছাত্রীর বাবা সুনীল চন্দ্র দাস বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার আসামি করা হয়েছে ফতুল্লার রামারবাগের রাজীব হোসেন বাবু (২৪), তার বাবা জলিল হোসেন (৪৫) ও মা অনিকা বেগমকে (৪০)।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর মেয়ে সস্তাপুরের কমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে একই এলাকার বখাটে রাজীব হোসেন বাবু বাদীর মেয়েকে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্ত্যক্ত করত। বাদীর মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এতে রাজীব ক্ষুব্ধ হয়ে উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। গত ২ মার্চ বিকেলে বাদীর মেয়ে রামারবাগের বাসা থেকে কমর আলী স্কুলে কোচিং করার জন্য বের হয়। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাসায় ফিরে না আসায় তার মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে বাদী কোচিংয়ের সামনে এলে তিনি লোকমুখে জানতে পারেন অভিযুক্ত এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জন উপজেলা কার্যালয়ের সামনে থেকে বিকেল সোয়া ৫টার দিকে অটোরিকশায় তার মেয়েকে অপহরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. সজীব বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com