গাছের সঙ্গে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত

গাছের সঙ্গে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় রেললাইনের ওপর পড়া গাছের সঙ্গে ধাক্কায় গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেল যোগাযোগ। দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর দুটি বগি ও ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। ফলে এখন সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগের আর কোনো প্রতিবন্ধকতা থাকল না।

শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি বগি ও ইঞ্জিন উদ্ধার করে রেললাইন স্বাভাবিক করা হয়েছে। এর আগে তিনি জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। যতটুকু জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনের ওপর গাছ হেলে পড়েছিল। ট্রেনের সঙ্গে সে গাছের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com