কাদিয়ানিদের ওপর হামলা পূর্বপরিকল্পিত : বিএনপি

বিএনপি।
বিএনপি। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের কাদিয়ানি তথা আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘ক্ষমতাসীনদের কাজ’ বলে জানিয়েছে বিএনপির গঠিত তদন্ত কমিটি। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ওই ঘটনা পূর্বপরিকল্পিত। আমরা ৮ মার্চ ঘটনাস্থলে গিয়েছি, ভিকটিমদের বাড়িতে গিয়েছি, কথা বলেছি। সবচেয়ে দুঃখজনক, হামলায় বা হত্যাকাণ্ডে যারা অংশগ্রহণ ও লুটতরাজ করেছে, তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই এবং লুকিয়ে থাকার কোনো চেষ্টা তাদের মধ্যে নেই। তারা মহাসমারোহে মন্ত্রীর সফরসঙ্গী হয়ে যাদের ওপর অত্যাচার করেছে, তাদের সম্মুখীন হয়।

হাফিজ উদ্দিন বলেন, আমরা কয়েকজন ভিকটিমের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, এটি পরিকল্পিত এবং যারা করেছে, তাদের নামও আমাদের বলেছে। মোতাহার, আবদুর রহমানের নাম বলেছে তারা। যে মামলা করা হয়েছে, সেই মামলায় তাদের নাম নেই। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন যখন ঘটনাস্থলে গিয়েছিলেন, তখন ভিকটিমরাই তাকে (মন্ত্রীকে) বলেছেন, যারা আমাদের ঘরবাড়িতে আগুন লাগিয়েছে, তারা তো আপনার সঙ্গেই আছে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে এই সংবাদ সম্মেলন হয়। পঞ্চগড়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান হাফিজ উদ্দিন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। ওই ঘটনা হাফিজ উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি করে বিএনপি। তদন্ত কমিটি স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করার ইচ্ছা প্রকাশ করলেও তারা অপারগতা প্রকাশ করেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আহমদিয়া সম্প্রদায়ের সব মানুষ একটি জায়গায় রয়েছে, তাদের পাহারা দিচ্ছে দলীয় ব্যক্তিবর্গ। সেখানে বিজিবি, পুলিশের অবস্থান লক্ষ্য করেছি। কিন্তু যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তাদের সুরক্ষা দেওয়ার সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গাফিলতি আমরা ভিকটিমদের কাছ থেকে শুনেছি। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসযজ্ঞ অবলোকন করেছে প্রায় তিন ঘণ্টা ধরে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ের ঘটনার জন্য সরকারকেই অভিযুক্ত করে বলেন, আমরা মনে করি, অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়া এবং দেশে-বিদেশে বিএনপি সম্পর্কে একটা নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করা এর মূল উদ্দেশ্য ছিল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com