ইলিয়াস আহমেদ চৌধুরীর আজ মৃত্যুবার্ষিকী
ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইয়ের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। ১৯৯১ সালের এই দিনে সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মাদারীপুরের শিবচরের দত্তপাড়ার বিখ্যাত জমিদার পরিবারে ১৯৩৪ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন দাদাভাই। তার মা চৌধুরী ফাতেমা বেগম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন। ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সংসদের চিফ হুইপ। ছোট ছেলে মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য। ইলিয়াস আহমেদ চৌধুরী ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে মামা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা।
১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন দাদাভাই। তার নেতৃত্বে কয়েক হাজার মুক্তিযোদ্ধা ভারত থেকে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এই নেতার মৃত্যুবার্ষিকীতে প্রতিবছরের মতো বাদ আসর দত্তপাড়ায় তার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।