ঋণগ্রস্ত হয়ে বহুমুখী সমিতির মালিকের আত্মহত্যা

ঋণগ্রস্ত হয়ে বহুমুখী সমিতির মালিকের আত্মহত্যা
প্রতীকী ছবি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন শরীফ আলম খান নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় ‘বিবির বাগিচা ব্যবসায়ী বহুমুখী সমিতির’ মালিক ছিলেন। গত শুক্রবার রাত ২টার দিকে বিবির বাগিচা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, সমিতি চালতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন শরীফ। এক পর্যায়ে ঋণের টাকা শোধ করতে না পেরে হতাশা থেকে আত্মহত্যা করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর থানা এলাকায়। বিবির বাগিচা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন।

যাত্রাবাড়ী থানার এসআই আসাদুজ্জামান বলেন, শরীফ সমিতি চলাতে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা এনে অন্যদের ঋণ দিতেন; কিন্তু ঋণ দেওয়া টাকা নির্দিষ্ট সময়ে তুলতে না পারলেও পাওনাদাররা তাকে চাপ দিতে থাকেন। এ জন্য হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com