আবাসিক হোটেলে মিলল তরুণীর লাশ

আবাসিক হোটেলে মিলল তরুণীর লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরীর ছোটবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

পুলিশ জানায়, ১৪ মার্চ রাতে স্বামী-স্ত্রীর পরিচয়ে নিরালা গেস্ট হাউস নামে ওই আবাসিক হোটেলের ২০৯ নম্বর কক্ষে ওঠেন ওই তরুণ-তরুণী। আগের দুদিনের মতো গতকালও কক্ষটি পরিষ্কার করতে গেলে সেটি তালাবদ্ধ দেখেন এক পরিচ্ছন্নকর্মী। এতে তার সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে কক্ষের বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

হোটেলের ম্যানেজার রাকিব বঙ্গবাসী বলেন, ওই তরুণ-তরুণী আসার পর যখনই আমাদের পরিচ্ছন্নকর্মী গেছে, তখনই কক্ষটি তালাবদ্ধ পেয়েছে। দুদিন ধরে একই ঘটনা ঘটলে আজ আমাদের সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ কক্ষটির তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, ওই তরুণীকে গলা কেটে হত্যা করে বাথরুমে রেখে পালিয়ে গেছে সঙ্গে আসা তরুণ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউস মালিক মো.

মুসাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মুন্সীগঞ্জের ঠিকানা ব্যবহার করে হোটেলের ওই কক্ষটি চার দিনের জন্য ভাড়া নেওয়া হয়; কিন্তু পরদিন সকালেই তরুণ চলে যায়। গতকাল পুলিশ রেস্ট হাউসে গিয়ে কক্ষ খুলতেই বেরিয়ে আসে তরুণীর মরদেহ। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অভিযুক্ত তরুণকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com