মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন অধ্যাপক তাহের

মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন অধ্যাপক তাহের
ছবি : সংগৃহীত

দেশের আর্থিক সেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। গতকাল সোমবার তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের দুই কর্মকর্তা। এ সময় কমিশনের সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।

পূর্ণকালীন সদস্য হিসেবে আবু তাহের ২০২০ সালের সেপ্টেম্বরে ইউজিসিতে যোগ দেন। তিনি চট্টগ্রাম বিশশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন তিনি। আবু তাহের রচিত ব্যবসায় প্রশাসনবিষয়ক ১৫টি বই অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠ্য হিসেবে রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com