
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে কেন্দ্র করে ঢাকায় বসবাসরত তার চার স্বজনকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের নামে নাজেহাল করা হচ্ছে।
এক বিবৃতিতে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে ঘৃণ্য অপরাজনীতি করছে সরকার। চাঁদের মেয়ে, নাতি ও জামাইকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হচ্ছে। চার বছরের শিশুসহ গ্রেপ্তার নারীদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে চাঁদের মেয়ে জাকিয়া সুলতানা, জাকিয়ার মেয়ে আরিশা, বড় বোনের মেয়ে মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।