
এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কণ্ঠসদৃশ ফোনালাপের অডিও ফাঁস হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার পর ‘সাথী খাতুন’ নামে ফেসবুক আইডি থেকে ২ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও পোস্ট করা হয়। এতে মঈন নামে এক ঠিকাদারের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে। এ ঘটনায় গতকাল ইবি থানায় জিডি করা হয়েছে।
ফাঁস হওয়া ফোনালাপে একপ্রান্ত থেকে ঠিকাদারকে বলতে শোনা যায়, ‘স্যার আজ তো জমা দিলাম কালকে ক্যাশ হবে। তো টাকাটা কখন, কীভাবে আপনাকে প্লেস করব, সেটি যদি একটু বলতেন, প্রিপারেশন নিয়ে নিতাম আরকি।’ তখন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘৩টার সময় কুষ্টিয়ায় দিতে পারবেন।’ এর জবাবে ঠিকাদার জানান, ‘৩টার সময় পারব না স্যার, সাড়ে ৪টার সময় পারব। ব্যাংক থেকে সাড়ে ৪টার সময় পাব, ৪ লাখ টাকা পাব, আপনার টোটাল টাকাটাই পাব। আপনার ৪ লাখ টাকাটা আমি সাড়ে ৪টায় পাব, সাড়ে ৫টার মধ্যে আপনাকে দিতে পারব।’
এরপর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ওই ঠিকাদারকে বলেন, ‘ফোনে এসব বলার দরকার নাই।’ জবাবে তিনি বলেন, ‘আচ্ছা স্যার। না, না আমি সেইফ জায়গায় আছি স্যার।’ দ্বিতীয় ফোনালাপে ঠিকাদার রেজিস্ট্রারকে বলেন, ওটা (টাকা) ৪টার দিকে মনে হয় পাবেন। তখন তিনি আবারও অর্থ লেনদেনের বিষয়টি ফোনে না বলার ব্যাপারে সতর্ক করেন। এ সময় ঠিকাদার ফোনে সরাসরি কোনো কথা না বলে শুধু ইঙ্গিতের মাধ্যমে (আমার হয়ে গেছে, কোথায় আসব) বলবেন বলে রেজিস্ট্রারকে জানান। এদিকে তৃতীয় ফোনালাপে রেজিস্ট্রার টাকার বিষয়ে কাজ হয়েছে কিনা ঠিকাদারকে জিজ্ঞাসা করেন। তখন ঠিকাদার এখনো ব্যাংকে আছেন, কাজ শেষ হলেই তাকে জানাবেন বলে ওই অডিও ক্লিপে বলতে শোনা যায়।