
বায়ুদূষণ নিয়ন্ত্রণে আদেশ যথাযথভাবে প্রতিপালন না করায় নারায়ণগঞ্জের ডিসি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জে দায়িত্বরত কর্মকর্তাকে (ডেপুটি ডাইরেক্টর) তলব করেছেন হাইকোর্ট। ৩১ মে তাদের সশরীরে হাজির হতে বলা হয়েছে।
গতকাল বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী ছিলেন আমাতুল করিম। আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
পরে মনজিল মোরসেদ জানান, পরিবেশদূষণ রোধে ঢাকাসহ পাঁচ জেলার সব অবৈধ ইটভাটা উচ্ছেদসহ ৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেটি যথাযথভাবে পালন করা হচ্ছে না।