
বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ মো. রুবেল সিপাইয়ের মা মোসাম্মদ বিলকিছ বেগম (৭০) গত শনিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন।
বিলকিছ বেগমের মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমবায় সমিতি, বাংলাদেশ পত্রপত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং বাংলাদেশ সংবাদপত্র সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে।