কুষ্টিয়ার হরিপুরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত
কুষ্টিয়ার হরিপুরে ক্রিকেট নিয়ে জুয়া খেলা কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ওমর আলী ও মিরাজ হোসেন নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল শুক্রবার রাতে বোয়ালদহ কান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। তাদের কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালদহ কান্তিনগর মোড়ে স্থানীয় আব্দুল মান্নান ও সাহেব আলী গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে ওমর আলী নামে একজন মারা যান। রাত ১০টার দিকে মিরাজ হোসেন নামে আরও একজন মারা যান। নিহত দুজন দুগ্রুপের বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। তবে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।