গণমুক্তি জোটের আত্মপ্রকাশ

গণমুক্তি জোটের আত্মপ্রকাশ
ছবি : সংগৃহীত

‘গণমুক্তি জোট’ নামে এক রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শনিবার জাতীয় প্রেস এই জোট আত্মপ্রকাশ করে। জোটে ১২টি দল রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ‘বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’ নামে নিবন্ধিত একটি দল রয়েছে। এর প্রতীক ‘ছড়ি’। দ্বাদশ সংসদ নির্বাচনে ছড়ি প্রতীকে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জোটের অন্যতম লক্ষ্য। জোটের চেয়ারম্যান হিসেবে ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না, মুখপাত্র সাবেক সচিব কাসেম মাসুদ, কো-চেয়ারম্যান অধ্যাপক এ আর খান, সৈয়দ হারুন-অর-রশীদ, আমিনা খাতুন এবং সমন্বয়ক আল আমিনের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া জোটের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ড. মোমেনা খাতুন, ড. ইশা মোহাম্মদ, ড. মোহাম্মদ আলী, অধ্যাপক ডা. মো. ফজলুল হক, অধ্যাপক ড. শহীদ মঞ্জুসহ কয়েকজনের নাম ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com