
কুমিল্লা সদর উপজেলা পাঁচথুবীর আবদুল কুদ্দুস (৩৫) হত্যা মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মামুন (৪২) ও সোহাগ মিয়াকে (৩১) কুমিল্লার দেবিদ্বার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামি সোহাগের বর্ণনামতে টিক্কারচর গোমতী নদীর পাড়ে ঝোপঝাড়ের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত কুদ্দুস দুই মাস আগে ব্যক্তিগত প্রয়োজনে আসামি সোহাগের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। গত ২৪ মে কুদ্দুসকে তার শ্বশুরবাড়ি ডেকে এনে সোহাগ এবং মামুন স্থানীয় দোকানে চা খাচ্ছিল। এ সময় কুদ্দুসের সঙ্গে সোহাগ আর মামুন পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কুদ্দুসের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে হত্যা করে সোহাগ। এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে সোহাগ, মামুনসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।
এ ছাড়া সোহাগ মিয়ার বিরুদ্ধে মাদক, মারামারিসহ ৮টি মামলা এবং মামুনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন।