দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া-রংপুর মহাসড়ক দখল করে চলছে ধান ও ভুট্টা মাড়াই।
দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া-রংপুর মহাসড়ক দখল করে চলছে ধান ও ভুট্টা মাড়াই।ছবি : কালবেলা

ধান-ভুট্টা মাড়াই, মহাসড়কে বড় দুর্ঘটনার আশঙ্কা

দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া-রংপুর জাতীয় মহাসড়কসহ উপজেলার সঙ্গে সংযোগ রক্ষাকারী প্রত্যেকটি সড়ক ও গ্রামীণ সড়ক এখন কৃষকদের ধান-ভুট্টা মাড়াই এবং খড় শুকানোর চাতালে পরিণত হয়েছে। সড়ক ও মহাসড়কের ওপর সারিসারি ধানের পালা। সারাক্ষণ ধান ও ভুট্টা মাড়াই চলছে। সড়কজুড়ে শুকানো হচ্ছে ভুট্টা, ধান ও খড়। এতে প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ভুট্টা ও বোরো মৌসুমে সড়কটি আশপাশের গ্রামের কৃষকদের দখলে থাকে। সড়কটির ফুলবাড়ী থেকে মধ্যপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটারের মধ্যে গত বছর ১৩টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ বছর চলতি মে মাসের ১৮ তারিখ পর্যন্ত একই সড়কে সাতটি দুর্ঘটনায় একজন নিহত এবং নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ বড়ুয়া বলেন, সড়ক ও মহাসড়কে ধান-ভুট্টা মাড়াই এবং খড় শুকানো সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার জন্য চরম হুমকি। সড়ক ও মহাসড়ককে নিরাপদ এবং হুমকিমুক্ত রাখতে সড়ক বিভাগ কাজ করছে।

Related Stories

No stories found.
logo
kalbela.com