রুবল ইস্যুতে সরাসরি আলোচনা চায় ঢাকা

বাংলাদেশ-রাশিয়ার পতাকা।
বাংলাদেশ-রাশিয়ার পতাকা।ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আর্থিক নিষেধাজ্ঞায় পড়তে হয় রাশিয়াকে। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অর্থ লেনদেন নিয়ে তৈরি হয় জটিলতা। এ কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য দেওয়া রাশিয়ার ঋণের কিস্তি পরিশোধ করা যাচ্ছে না। সংকট নিরসনে রাশিয়া তাদের নিজস্ব মুদ্রা রুবল ও চীনের মুদ্রা ইউয়ানে ঋণ পরিশোধের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ ও রাশিয়া।

এ পরিস্থিতিতে গত সোমবার শুরু হয়েছে বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক আন্তঃসরকারি কমিশনের চতুর্থ অধিবেশন। তিন দিনব্যাপী ভার্চুয়াল বৈঠকে বসেছেন বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিরা। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অর্থ লেনদেনের বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় ভার্চুয়ালি না করে সরাসরি আলোচনা চায় বাংলাদেশ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভার্চুয়াল বৈঠকে রূপপুরের বিষয়ে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশ এ বিষয়টি ভার্চুয়াল বৈঠকে সমাধান করা সম্ভব নয়। কারণ ভার্চুয়াল বৈঠকে প্রযুক্তিগত অনেক ধরনের সমস্যা থাকে। এ ছাড়া কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়। সে কারণে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তারা জানান, লেনদেনের বিষয়ে আলোচনার জন্য তাদের বাংলাদেশে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল। মার্চের শেষ সপ্তাহে আসার কথা। তবে তারা আসবে কি না সেটা নিশ্চিত নয়। কারণ তাদের ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা অনেক চিন্তাভাবনা করে মুভমেন্ট করছে।

জানা গেছে, রূপপুরে রাশিয়ার ১ হাজার ১৩৮ কোটি ডলার ঋণের শর্ত অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশকে শুধু সুদ এবং এর পর থেকে সুদ ও আসল কিস্তিতে পরিশোধ করতে হবে। ঋণের ৪৯৭ কোটি ডলার ছাড় করা হয়েছে। বাকি ৬৪১ কোটি ডলার।

ইআরডি সূত্রে জানা গেছে, আন্তঃসরকারি কমিশনের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের মূল আলোচ্য বিষয় ছিল আর্থিক, বিদ্যুৎ এবং জ্বালানি খাত। এ ছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক খাতের সহযোগিতা ও বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গতকাল মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিন শিক্ষা, স্বাস্থ্য, রেল, কৃষি, প্রাণিসম্পদ, সাইবার নিরাপত্তা, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে রাশিয়ার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া যৌথভাবে সার কারখানা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রকল্প স্থাপন, জ্বালানি পরিশোধন কারখানা স্থাপন, চামড়া ও চামড়াজাত কারখানা, ওষুধ এবং পর্যটন খাতে বিনিয়োগও ছিল আলোচ্য বিষয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com