সাবেক এমপি মকবুল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাবেক এমপি মকবুল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাবেক এমপি, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মকবুল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৪ মে তিনি মারা যান।

নানা কর্মসূচিতে দিবসটি পালন করবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনসহ মোহাম্মদপুর, টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার, বিক্রমপুরের বিভিন্ন সংগঠন। রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। নবাব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ঢাকা বিশ্ববিদ্যালয় মকবুল হোসেন ট্রাস্ট ফান্ডের আয়োজনে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হবে আলোচনা সভা। মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজন করবে দোয়া মাহফিল। তার প্রতিষ্ঠিত আলহাজ মকবুল হোসেন ফাউন্ডেশন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ, সিটি ইউনিভার্সিটি, পান্না টেক্সটাইল ও অ্যামিকো ল্যাবরেটরিজে আলোচনা ও স্মরণসভা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com