সরকারের সঙ্গে সমঝোতাকারীদের বয়কটের পরামর্শ

বিএনপি।
বিএনপি। ছবি : সংগৃহীত

বিএনপিকে চলমান আন্দোলন সফলে বিভিন্ন সময় সরকারের সঙ্গে সমঝোতা করে চলা নেতাদের বয়কটের পরামর্শ দিয়েছেন দলটির তৃণমূলের জনপ্রতিনিধিরা। তারা বলছেন, যারা সম্পদ রক্ষা ও গ্রেপ্তার এড়াতে দিনে বিএনপি, কিন্তু রাতে আওয়ামী লীগ করে, তারা দলের জন্য খুবই ভয়ংকর। তাদের গুরুত্বপূর্ণ পদে রেখে আন্দোলন সফল হবে না। তাই তাদের কোনো পর্যায়ের আন্দোলনে সম্পৃক্ত করা ঠিক হবে না।

গতকাল বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের হাইকমান্ডের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরামর্শ ও প্রস্তাবনা দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। বিকেল সাড়ে ৩টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত এই সভা হয়। সভায় ২০০১ সাল থেকে এ পর্যন্ত নির্বাচিত রাজশাহী বিভাগের দল সমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের ৩৩৫ জন চেয়ারম্যান ছিলেন। তাদের মধ্যে ৪০ জন বক্তব্য দেন। লন্ডন থেকে স্কাইপিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং মতামত নেন।

হাইকমান্ডকে পরামর্শ দিয়ে জনপ্রতিনিধিরা আরও বলেন, সরকারের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। কোনো অবস্থাতেই শেখ হাসিনার কথায় বিশ্বাস করে তার অধীনে নির্বাচনে যাওয়া যাবে না। রাজপথের আন্দোলনেই ফয়সালা করতে হবে। এজন্য যত ত্যাগ স্বীকার করতে হয়, তা করতে হবে। কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র বিভেদ দূর করে সংগঠন গুছিয়ে প্রয়োজনে সময় নিয়ে পরিকল্পিতভাবে চূড়ান্ত আন্দোলন শুরুর পরামর্শ দেন জনপ্রতিনিধিরা।

জানতে চাইলে একজন সাবেক ইউপি চেয়ারম্যান বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সামনে এক দফার আন্দোলন আসবে। আপনারা সব দ্বিধাদ্বন্দ্ব, মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন, তৃণমূলে জনগণকে সংগঠিত করুন, আন্দোলনের জন্য প্রস্তুত হোন। দাবি আদায় হলে তখন নির্বাচনের কথা ভাবা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, হেলালুজ্জামান তালুকদার লালু, অধ্যাপক শাহজাহান মিয়া, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সদস্য আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com