
চোরাই মোটরসাইকেল বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করেছে ডিবি মতিঝিল বিভাগ।
ডিবির মতিঝিল বিভাগের এসি এস এম হাসান বলেন, মহানগরে বিশেষ অভিযান পরিচালনার সময় খবর পাই, চোরচক্র দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।