সিনহার যুক্তরাষ্ট্রের বাড়ি ক্রোকে এমএলএআর পাঠাবে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশন (দুদক)।পুরোনো ছবি

মানি লন্ডারিংয়ের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার যুক্তরাষ্ট্রে কেনা বাড়ি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।

দুদক সচিব বলেন, দুদকের অনুসন্ধানে সিনহার অর্থ পাচারের বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

দুদক সচিব আরও বলেন, মামলার তদন্তকালে গত ২০ ফেব্রুয়ারি এস কে সিনহা ও তার ভাইয়ের যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আনোয়ার প্রধান। ওই আবেদনের ওপর শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। ফলে বাড়িটি ক্রোক বা ব্যাংক হিসাব ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা যুক্তরাষ্ট্রে শিগগির এমএলএআর প্রেরণ করবেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com