
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানী কবরস্থানে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে, গুরুত্বপূর্ণ মসজিদসহ দেশের সব মসজিদে এবং নবনির্মিত ১০০টি মডেল মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
মাঠপর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের সব উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
অন্যদিকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কেন্দ্রেও বিশেষ দোয়া ও মোনাজাত হবে। ইফার বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা হবে। ইসলামিক মিশন কর্তৃক ইফার আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম কার্যালয়সহ ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে ও টঙ্গিস্থ জাকাত বোর্ড শিশু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।