
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০০২ সালের ১২ মার্চ চার খুনের নৃশংস ঘটনা ঘটে। আড়াইহাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ মামলায় নিম্ন আদালত বিচার শেষে ২৩ জনকে ফাঁসির আদেশ দেন। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের পর ২১ বছর পার হয়েছে।
ওই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় প্রদানের দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ শেষে রায়ের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক খান ফরিদ।