
চাকরি স্থায়ী করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বাপেক্স কর্মচারীরা। গত রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশের ১৪টি গ্যাসফিল্ডের ৫ শতাধিক কর্মচারী এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন। বাপেক্স ভবনে কর্মরত মেকানিক ফয়সাল আহমেদ বলেন, প্রশাসনের একটি চক্র অস্থায়ীদের স্থায়ী নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ পরিচালনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।