
বিএনপি কাপ্তাই গিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে তারা মিটিং করেছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মানুষের পাশে তাদের পাওয়া যায় না।
তিনি আরও বলেন, করোনা, বন্যা বা অন্য কোনো দুর্যোগে তাদের পাওয়া যায় না। কিন্তু ভোট এলে ভাঁজ করা পায়জামা-পাঞ্জাবি পরে, জিয়াউর রহমানের মতো চোখে সানগ্লাস পরে এসে বড় বড় কথা বলবেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ জালের মতো গ্রামের অলিগলিতে যে পাকা রাস্তা করেছে তার গর্তটুকু ভরাট করতে পারবে কিনা বিএনপিকে জিজ্ঞেস করবেন। তাদের থেকে সতর্ক থাকতে হবে এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়ার পৌর মেয়র শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, আবুল কালাম আজাদ, সদস্য ইলিয়াস কাঞ্চন চৌধুরী, শেখর বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমুখ।
এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।