নারায়ণগঞ্জে বিএনপির ৬ নেতা কারাগারে

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।পুরোনো ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা নাশকতার মামলায় বিএনপির ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসসামছ জগলুল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অন্য ২১ জনকে জামিন দেওয়া হয়েছে।

কারাগারে পাঠানো নেতারা হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপির নেতা শাহ আলম।

আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, একটি গায়েবি মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে নারায়ণগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি নাশকতা মামলায় বিএনপি নেতারা আত্মসমর্পণ করলে তাদের মধ্যে ছয় নেতাকে কারাগারে পাঠান আদালত। একই সঙ্গে ২১ জনকে জামিন দিয়েছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com