
চিকিৎসার আড়ালে জঙ্গিবাদে অর্থায়ন করে আসছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সাধারণ সম্পাদক ডা. সাজেদ আবদুল খালেক। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তারের পর এ তথ্য বেরিয়ে আসে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে একদিনের রিমান্ডে নিয়েছে সিটিটিসি।
গত সোমবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ডা. সাজেদকে গ্রেপ্তার করা হয়। তিনি চিকিৎসকদের সংগঠন এনডিএফ ও সিএসবিডির ব্যানার ব্যবহার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও নব্য জঙ্গি সংগঠন জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় অর্থায়ন করে আসছিলেন। জঙ্গিবাদে অর্থায়নের দায়ে অভিযুক্ত বিদেশি দাতা সংগঠনের সঙ্গে যোগাযোগ করে অর্থ এনে ওই দুটি জঙ্গি সংগঠনে দিচ্ছিলেন। তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক এস এম মিজানুর রহমান বলেন, এর আগে জঙ্গিবাদে সম্পৃক্ততায় এ কে এম ওয়ালিউল্লাহ নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জঙ্গিবাদে সম্পৃক্ততা এবং অর্থায়নের কথা স্বীকার করেছেন।