অন্তঃসত্ত্বা মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে লাশ হলেন মা

অন্তঃসত্ত্বা মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে লাশ হলেন মা
প্রতীকী ছবি

অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন প্রীতি রানী দাস। ফেরার পথে লেগুনার ধাক্কায় প্রাণ হারান তিনি। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।

মৃত প্রীতি রানীর মেয়ে তমা রানী জানান, তিনি অন্তঃসত্ত্বা। মা প্রীতি রানী ও ছেলে প্রতীক চন্দ্রকে নিয়ে বাসার পাশেই একটি হাসপাতালে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে হেঁটেই বাসায় ফিরছিলেন তারা। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী লেগুনা তার মাকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়েন তিনি। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। চোখের সামনে মাকে লেগুনার চালক ধাক্কা দিয়ে পালিয়ে গেল। আমার মায়ের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না।

জানা যায়, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুণ্ডা গ্রামে। যাত্রাবাড়ী থানার এসআই মোস্তাকিম পাটোয়ারী জানান, লেগুনাটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com