তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের প্রশ্নই আসে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।পুরোনো ছবি

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপ করার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপি সংলাপে যাবে না’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপের তো প্রয়োজন নেই। তাদের সংলাপে ডাকিনি। আমরা যদি ডাকতাম তাহলে তাদের বলার সুযোগ থাকত, তারা আসবে কি না।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার কিংবা প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন হয় না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের অধীনে এবং বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। এর আগে অমর প্রকাশনী থেকে প্রকাশিত অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়ার ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন’ এবং মো. রফিকুল ইসলামের ‘তুমি বঙ্গবন্ধু, তুমি জাতির পিতা’ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

‘করোনার প্রকোপ কমায় টিকার চতুর্থ ডোজ নেওয়ার মানুষ নাই’: রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, এদিন বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্যমন্ত্রী বলেন, একেক করে ইতোমধ্যে তিনটি পর্যন্ত ডোজ দেওয়া শেষ হয়েছে। এতে করোনার প্রকোপ কমায় টিকার চতুর্থ ডোজ নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, যখন টিকা দেওয়া শুরু করা হয়েছিল তখন মির্জা ফখরুল, জাফর উল্লাহসহ বিএনপি নেতারা মুখ ভেটকিয়ে টিকার বিরুদ্ধে বলেছিলেন। পরে তারা আবার নিজেরাই টিকা নিয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com