হেরেও ‘গর্বিত’ জাভির শিরোপা উদযাপন

হেরেও ‘গর্বিত’ জাভির শিরোপা উদযাপন

স্পোর্টস ডেস্ক

এসপানিওলকে ৪-২ গোলে হারিয়ে আগেই লিগ শিরোপা জয় নিশ্চিত করেছিল বার্সেলোনা। যদিও সেদিন মাঠে শিরোপা উদযাপন করতে নেমে বিপত্তির মুখে পড়ে জাভির দল। তাই শনিবার রাতে শিরোপা জয় উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বার্সা। ঘরের দর্শকদের সঙ্গে সেই উদযাপনে জল ঢেলেছে রিয়াল সোসিয়েদাদ।

ক্যাম্প ন্যুতে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সা হেরেছে ২-১ গোলে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল জাভির দল। শেষ পর্যন্ত রবার্ট লেভানডভস্কির গোলে ব্যবধান ২-১ করে মাঠ ছাড়ে বার্সা। তবে সোসিয়েদাদের কাছে ম্যাচ হারলেও বার্সার শিরোপা উদযাপনে কোনো প্রভাব পড়েনি। জাভিকে মাথায় তুলে নেচেছেন গাভিরা। লিগ জয়ের পর উচ্ছ্বসিত জাভি বলেন, ‘এই রাত উদযাপনের জন্য আমি সভাপতি, স্টাফ আর খেলোয়াড়দের কাছে কৃতজ্ঞ। এখান থেকে যাওয়ার পর গত ছয় থেকে সাত বছরে আমি সবচেয়ে বড় যে পরিবর্তন দেখেছি, তা হচ্ছে সমর্থক। তারা দুর্দান্ত। তারা দারুণ মুহূর্ত দিয়েছে। বার্সেলোনার জন্য এটা দারুণ ব্যাপার যে, দলটি ঐক্যবদ্ধ। বার্সেলোনা সমর্থকদের জন্য উদযাপন করাটা প্রয়োজন। এই ক্লাবের কোচ হিসেবে আমি গর্বিত।’ জাভি আরও বলেছেন, ‘কোচ হিসেবে অনেক চাপের মুখে থাকতে হয়। অনেক কঠিন সময় আসে। বার্নাব্যুতে হারার পর আমার জন্য অনেক কঠিন সময় এসেছিল। এ নিয়ে অনেক কথা হয়েছে।’ বার্সায় নিজের কঠিন সময় নিয়ে জাভি আরও বলেন, ‘এমন সময় এসেছে, যখন তারা (সমর্থকরা) আমার ওপর বিশ্বাস রাখতে পারছিল না। একসময় বার্সেলোনার পরিবেশ বেশ নির্মম হয়ে উঠেছিল। তখন এই অনুভূতি হয়েছিল যে, কাজগুলো ঠিকঠাক হচ্ছে না। আমি এটা পাত্তা না দেওয়ার চেষ্টা করি; যদিও তা অসম্ভব। এটা আমার

মা-বাবা, স্ত্রী এবং বাচ্চাদের স্কুল পর্যন্ত চলে আসে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com