
লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করার পরে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা বলেন, ‘আশা করি, সমর্থকরা আমাদের খেলা দেখে আনন্দ পেয়েছেন। আপাতত নজর রোববারে।’ আজ রোববার রাতে বার্সেলোনার মাঠে ‘এল ক্ল্যাসিকো’ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। জিতলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাবে। আর হারলে বার্সেলোনার লা লিগা ট্রফি কার্যত নিশ্চিত হয়ে যাবে।
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের ২৫তম রাউন্ড শেষে শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। রিয়ালের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৯ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে বার্সা। আজ মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকো জিতলেই কেল্লা ফতে। আজ রিয়ালকে চিন্তায় রাখছেন ফরোয়ার্ড করিম বেনজেমা। শুক্রবার তাকে ছাড়াই অনুশীলন করেন অন্য ফুটবলার। গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিভারপুলের বিপক্ষের ম্যাচে ডান পায়ে চোট পেয়েছেন বেনজেমা। এই চোট এখন ভোগাচ্ছে তাকে। রিয়ালের কোচ আনচেলত্তি বলেন, ‘আমাদের মনে হয় রোববার ও (বেনজেমা) ফিরবে।’ বেনজেমা ছাড়াও চোট থেকে এখনো সেরে ওঠেননি রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা। তরুণ ফরওয়ার্ড আলভারো রদ্রিগেজ খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। বেনজেমা আজ খেলতে না পারলে তা হবে রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। তার বদলি হিসেবে বার্সার বিপক্ষে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে।
আজ ঘরের মাঠের এই মহা গুরুত্বপূর্ণ এল ক্ল্যাসিকো বার্সেলোনা খেলবে বিশেষ এক জার্সি পরে। বার্সেলোনার জার্সি এবং স্টেডিয়াম স্পন্সর হিসেবে আছে স্পটিফাই। বিশ্বজুড়েই এ অনলাইন প্ল্যাটফর্মে গান শুনে থাকেন শ্রোতারা। সেখানেই ২০২২ সালে স্প্যানিশ শিল্পী রোজালিয়ার গান সবচেয়ে বেশিবার শোনা হয়েছে। বার্সেলোনা শহরেও রোজালিয়া আছেন শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে। আর সেজন্যই এই শিল্পীকে সম্মান জানাতে তার নাম লেখা জার্সি পরে আজ খেলবে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সা। আজ জিতলে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ১২। আর রিয়াল জিতলে ব্যবধান কমে আসবে ৬-এ।