
নাজমুল হোসেন শান্ত সম্প্রতি দারুণ ফর্মে ব্যাটিং করছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ তার দাপটেই জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মিলিয়ে তার
ইনিংস যথাক্রমে ৫৮, ০, ৫৩, ৫১, ৪৬* ও ৪৭*।
প্রয়োজনের সময় তার জ্বলে ওঠা দেখে মুগ্ধ সবাই। দুরন্ত ফর্মের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়েছেন নাজমুল।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে হয়েছেন সিরিজসেরা। এমন পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে এখন নাজমুল হোসেন শান্ত ১৬তম স্থানে উঠে এসেছেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে এটাই সেরা অবস্থান। র্যাঙ্কিংয়ে কোহলির অবস্থান ১৫। শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে লিটন দাস এগিয়েছেন ৯ ধাপ। উঠে এসেছেন ২২ নম্বরে। মোস্তাফিজুর রহমান সর্বশেষ টি-টোয়েন্টিতে ১৪ রানে ১ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ২০তম অবস্থানে উঠে এসেছেন। ৯ ধাপ এগিয়ে সাকিব আছেন ২৪ নম্বরে। তাসকিন ৭ ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে। হাসান মাহমুদ আছেন ৪৭তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে দুর্দান্ত বোলিং করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসির ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের জায়গা ফিরে পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের চেয়ে ১০ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি।