বাংলাদেশের বড় হার

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের বড় হার

চার কোয়ার্টারের প্রথমটি ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে। এ সময় তিন গোল করা মালয়েশিয়া পরে আরও দুই গোল করে। তৃতীয় কোয়ার্টারে এক গোল করা বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বটে; শেষ পর্যন্ত ওটা ছিল সান্ত্বনার উপলক্ষ। জুনিয়র এশিয়া কাপের ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে পেনাল্টি কর্নার (পিসি)। মালয়েশিয়ার পাঁচ গোলের চারটিই এসেছে পিসি থেকে। বাংলাদেশের একমাত্র গোলটিও পিসি থেকে এসেছে। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে মালয়েশিয়া। গত রাতে ওমানকে হারালে দক্ষিণ কোরিয়ার সংগ্রহ সমান হবে। দুই ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট।

ওমানকে হারিয়ে শুরুর পর জুনিয়র এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল লাল-সবুজরা। ওমানের সালালাহ শহরে গতকাল অনুষ্ঠিত ম্যাচের স্কোরলাইন ছিল ৫-১। প্রথম কোয়ার্টারে তিন গোলে এগিয়ে যায় এশিয়ান পরাশক্তি মালয়েশিয়া। দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারে এক গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মামুনুর রশীদের শিষ্যরা। পাঁচ মিনিটের ব্যবধানে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পঞ্চম গোল হজম করে জানুয়ারিতে জুনিয়র এএইচএফ কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com