‘দিল্লি মসনদ’ হারালেন সিদ্দিকুর

‘দিল্লি মসনদ’ হারালেন সিদ্দিকুর

দারুণ শুরুর পর দ্বিতীয় রাউন্ডেই ‘দিল্লি মসনদ’ হারালেন সিদ্দিকুর রহমান। দিল্লি গলফ ক্লাবে ডিজিসি ওপেনের দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষচ্যুত দেশসেরা গলফার যৌথভাবে তৃতীয় স্থানে আছেন।

পারের চেয়ে সাত শট কম খেলে শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করেছিলেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম হোল পারের সমান শটে শেষ করার পর দ্বিতীয় হোলে বার্ডি করেন। সাম্প্রতিক সময়ের দারুণ ছন্দ ধরে রাখার ইঙ্গিত ছিল তাতে। কিন্তু চতুর্থ হোলের পর নবম হোলে গিয়ে বোগি করে উল্টো পথ ধরেন দুটি এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুর। পরে আরও দুটি বার্ডি করলেও সমানসংখ্যক বোগির কারণে অগ্রগামিতা ধরে রাখতে পারেননি এ গলফার। পারের চেয়ে এক শট বেশি খেলে দ্বিতীয় রাউন্ড শেষ করেন বাংলাদেশি গলফ আইকন।

পাঁচজনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন প্রথম বাংলাদেশি গলফার হিসেবে এশিয়ান ট্যুর জয়ী এ গলফার। দ্বিতীয় রাউন্ডের উল্লেখযোগ্য দিক ছিল স্বাগতিকদের উত্থান। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষে আছেন এস চিক্কারাঙ্গাপ্পা। সাত শট করে কম খেলা রশিদ খান ও চৌহান যৌথভাবে আছেন দ্বিতীয় স্থানে। মসনদ হারালেও এখনো লড়াই থেকে ছিটকে যাননি সিদ্দিকুর রহমান। ক্যারিয়ারের দুটি এশিয়ান ট্যুরের একটি হিরো ইন্ডিয়ান জিতেছেন ভারতের মাটিতে। সেখানে পরের দুই রাউন্ডে ঘুরে দাঁড়াতে পারলে ভালো কিছুই হতে পারে। সম্প্রতি তাইওয়ান মাস্টার্সে শেষ দিকে খেই হারানোর আগে দারুণ নৈপুণ্য দেখান সিদ্দিকুর। সে আত্মবিশ্বাস নিয়ে দিল্লিতে কি করেন তা এখন দেখার বিষয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com