
বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে উড়িয়ে দিলেও বাংলাদেশের নৈপুণ্য প্রশ্নবিদ্ধ হয়ে রইল।
২০২১ সালে শুরু হওয়া আসরের এটি তৃতীয় সংস্করণ। প্রথম আসরের পর ২০২২ সালেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। হ্যাটট্রিক মিশনে নামা স্বাগতিকরা পোল্যান্ডের বিপক্ষে শুরুর দিকে পাত্তা পায়নি। বাংলাদেশকে অলআউট করা পোলিশরা দ্রুতই ব্যবধান বাড়াচ্ছিল। এ সময় দুপাশে থাকা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রেফারির বাঁশি বাজানোর ধরন নানা প্রশ্নের জন্ম দেয়। অধিকাংশ সিদ্ধান্তই যাচ্ছিল পোল্যান্ডের বিপক্ষে। এ নিয়ে ক্ষোভ ও বারবার অভিযোগ করে পোলিশরা। তাতে দর্শকরাও হয়তো বিরক্ত ছিলেন! উদ্বোধনকে ঘিরে শহীদ নূর হোসেন স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকঠাসা। খেলা শুরুর খানিক বাদে অর্ধেক গ্যালারি ফাঁকা হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে এগিয়ে যেতে থাকা বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ১৮-১৪ পয়েন্টের লিড নিয়ে। বিরতির পর আরও আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫০-২২ পয়েন্টের বড় জয়ে প্রতিযোগিতা শুরু করে স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। ‘শুরুর দিকে পোল্যান্ড আমাদের ভয় ধরিয়ে দিয়েছিল। আসলে দলে অনেক তরুণ খেলোয়াড় আছে; শুরুর দিকে তারা গুছিয়ে উঠতে পারেনি। একপর্যায়ে তারা গুছিয়ে নেওয়ায় খেলাটাও ভালো হয়েছে’—ম্যাচের পর বলছিলেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। তার আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।