ব্যাট-বলের লড়াই ফিরল আহমেদাবাদে

ব্যাট-বলের লড়াই ফিরল আহমেদাবাদে

সিরিজের প্রথম তিন টেস্ট শেষ হয়েছে আড়াই দিনের কম সময়ে। এমন একটাও সেশন উইকেটবিহীন যায়নি কোনো দলের। আহমেদাবাদের চতুর্থ টেস্ট সে তুলনায় উজ্জ্বল ও ব্যতিক্রম। প্রথম আর শেষ সেশনে দুটি করে উইকেট হারালেও মাঝের সেশনটি উইকেটশূন্য কাটাতে পেরেছে অস্ট্রেলিয়া। দিন শেষে উসমান খাজার সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৫ রান তুলেছে তারা। শেষ পাঁচ বছরে এ নিয়ে চতুর্থবার পঞ্চাশোর্ধ্ব ওপেনিং জুটি দাঁড় করায় অস্ট্রেলিয়া। খাজা আর ট্রাভিস হেড ৬১ রান করেন। ৩২ রান করা হেডকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। যদিও উমেশ যাদবের বলে আগে আউট হতে পারতেন হেড। ৩ রানে তার সহজ ক্যাচ ফেলেন শ্রীকর ভরত। প্রথমদিকে ভারতের ফিল্ডিং ছিল বিশৃঙ্খল। যদিও প্রথম সেশনের শেষ দিকে দুই উইকেট তুলে নিতে পেরেছিল তারা। রবিচন্দ্রন অশ্বিনের বলে এগিয়ে মারতে গিয়ে আউট হন হেড। রান পাননি মার্নাশ লাবুশান। ৩ রানের মাথায় তাকে বোল্ড করেন মোহাম্মদ শামি। ২ উইকেট পড়ার পর খাজার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এদের কল্যাণে মধ্যাহ্নভোজ ও চা বিরতির মধ্যে কোনো উইকেট পড়েনি। তার মধ্যেই নিজের অর্ধশত রান পূর্ণ করেন খাজা। চা বিরতির পর রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন স্মিথ। ৩৮ রান করেন তিনি। এরপর পিটার হ্যান্ডসকম্বকে ফেরান উমেশ যাদব। রানের গতি কিছুটা কমলেও খাজা সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। ২৪৬ বল খেলে সেঞ্চুরি করা খাজা ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির পর দিনের শেষে ১০৪ রানে অপরাজিত আছেন। অন্যদিকে গ্রিন অপরাজিত আছেন ৪৯ রান করে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com