এএফসির পদকে ভূষিত ডা. ইমরান

ক্রীড়া প্রতিবেদক
এএফসির পদকে  ভূষিত ডা. ইমরান

খেলাধুলার সঙ্গে আঘাত বা ইনজুরি ওতপ্রোতভাবে জড়িত। আর ইনজুরি আক্রান্ত বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যতম ভরসার নাম অধ্যাপক ডা. মো. আলী ইমরান। দুই যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন বাংলাদেশ স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মেডিকেল কমিটিতে। ক্রীড়াঙ্গনে বিশেষত ফুটবলে অবদানের জন্য সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পদক পেয়েছেন অধ্যাপক ডা. মো. আলী ইমরান। ৪-৬ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হয় সপ্তম এএফসি মেডিকেল কনফারেন্স। এ অনুষ্ঠানে ‘এএফসি মেডিকেল সার্ভিস অ্যাওয়ার্ড (সিলভার)’ পদক পান বাফুফের স্পোর্টস মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আলী ইমরান। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে তিনি ২০১৫ সালে ‘এএফসি মেডিকেল সার্ভিস অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ)’ অর্জন করেছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com