‘আমরা জিতলে বাংলাদেশই জেতে’

সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন থেকে ম্যাচ জয়ের পর শান্ত-তাসকিনের বাঁধভাঙ্গা উল্লাস
সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন থেকে ম্যাচ জয়ের পর শান্ত-তাসকিনের বাঁধভাঙ্গা উল্লাস সংগৃহীত

সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের ড্রেসিংরুমে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচসেরা মিরাজ তখন সংবাদ সম্মেলনে ব্যস্ত। ১৩ মিনিটের সম্মেলন শেষে ড্রেসিংরুমে ভোঁ দৌড় দিলেন; সতীর্থদের সঙ্গে উদযাপনে ভাগ বসাতেই হয়তো এ প্রচেষ্টা। সিরিজ নিশ্চিত করার দিনে বোলিং-ব্যাটিংয়ে সেরা পারফরমার মিরাজ বলেন, ‘আমরা যদি জিতি, বাংলাদেশই জেতে।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আর টি-টোয়েন্টি খেলা হয়নি মিরাজের। এর মধ্যে খেলা চার ম্যাচে সুযোগ হয়নি তার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফেরানো হলো এ স্পিন অলরাউন্ডারকে। প্রত্যাবর্তন স্মরণীয় করে ঐতিহাসিক সিরিজ জয়ে রাখলেন দারুণ ভূমিকা। বল হাতে ৪ ওভারে ১২ রানে নেন ৪ উইকেট এবং ব্যাটিংয়ে ১৬ বলে করেন ২০। আস্থার প্রতিদান রেখেছেন জানিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, টিম ম্যানেজমেন্ট আমার ওপর ভরসা করেছে, আমাকে এ ম্যাচে খেলিয়েছে। তারা মনে করেছে, আমি এ ম্যাচে খেললে দলকে কিছু একটা দিতে পারব; বিশেষ করে এই উইকেটে। বিশ্বাসের প্রতিদান দিতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে।’

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর এবার ইংল্যান্ডকেও টি-টোয়েন্টিতে সিরিজ হারাল বাংলাদেশ। তিন সিরিজের মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন? প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ, বিশেষত আন্তর্জাতিক। অবশ্যই প্রত্যেক দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। প্রতিটি দলের বিপক্ষে আমাদের অনুভূতি একই রকম থাকে। কারণ দিনশেষে জিতেছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। সবাই কিন্তু অনেক খুশি। আপনারা (সংবাদকর্মীরা) যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজমেন্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ বাংলাদেশ ম্যাচ জিতেছে।

অতীতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ইংল্যান্ড ছাড়া সব দেশের বিপক্ষে কোনো না কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের সঙ্গে খেলা হয় কালেভদ্রে। ফলে সিরিজ জেতার উপলক্ষও খুব একটা তৈরি হয় না। কয়েকদিন আগে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছিল বাংলাদেশ। এবার বিশ্বচ্যাম্পিয়নদের টি-টোয়েন্টিতে হারাতে পারায় খুশি মিরাজ, ‘প্রতিটি দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল, যাদের আমরা ধরতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড। টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।’

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছেন সাকিব আল হাসানরা। শেষ ম্যাচে তাদের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের বড় সুযোগ। মিরাজ জানিয়েছেন, প্রসেস অনুযায়ী খেলতে চান তারা। শেষ ম্যাচের লক্ষ্য নিয়ে এ স্পিন অলরাউন্ডার বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। কারণ ভালো সুযোগ আমাদের জন্য। আমরা যদি মাঠে ভালো খেলতে পারি, তাহলে পরের ম্যাচে ভালো করতে পারব। আমরা সামনের দিকে তাকাচ্ছি। সামনের ম্যাচ কীভাবে জেতা যায়, তা নিয়ে ভাবছি না। আমরা ইতিবাচক থেকে সামনের ম্যাচে কীভাবে আরও ভালো খেলা যায়, তা নিয়েই ভাবছি।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com