
দীর্ঘ ভারত সফরে প্র্যাকটিসের অভিজ্ঞতায় বাংলাদেশ দলও বেশ পরিণত। জুনিয়র এএইচএফ কাপ ফাইনালের প্রতিপক্ষ ওমানের বিপক্ষে তার ছাপ দেখাতে চায় লাল-সবুজরা। জুনিয়র এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ওমানের সালালাহ শহরে শুরু হবে এ ম্যাচ। ১০ জাতির আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপের দুটি করে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শীর্ষ চার দল জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশের দৃষ্টি বিশ্বকাপে। তার আগে সূচনাটা মসৃণ হওয়া চাই। বাংলাদেশ কোচ মামুনুর রশীদ এ বিষয়ে জোর দিচ্ছেন।
‘মাঠ অনেক পুরোনো, ঘাস বড় হওয়ার কারণে মাঠও স্লো। এখানে আমাদের আগে খেলার অভিজ্ঞতা নেই। এমন মাঠে বেশ শক্তি প্রয়োগ করে খেলতে হয়। এটা একটা সমস্যা। তার পরও ওমানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব। জয় দিয়েই আমরা প্রতিযোগিতা শুরু করতে চাই’—বলছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। গত জানুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হয় জুনিয়র এএইচএফ কাপ; আসরটি ছিল জুনিয়র এশিয়া কাপের বাছাই। ওই আসরের ফাইনালে
বাংলাদেশ-ওমান লড়াইয়ে ১-১ সমতায় ছিল। শুটআউটে বাংলাদেশ ৭-৬ গোলে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয় করে। ওই দলের কোচের দায়িত্বে ছিলেন মামুনুর রশীদ। ২০১৪ সালে জুনিয়র এএইচএফ কাপে দুই দফা মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ওমান। গ্রুপ পর্বে বাংলাদেশ জিতেছে ৭-০ গোলে। ফাইনালে ওমানের বিপক্ষে লাল-সবুজদের জয় ছিল ৪-০ গোলের। সে তুলনায় নিকট অতীতে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। এ কারণে বাংলাদেশ কোচ মানুনুর রশীদও বেশ সাবধানী, ‘ওমানের বিপক্ষে সবশেষ ফাইনাল ম্যাচটি নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। দলটির শক্তিশালী এবং দুর্বল দিক খোঁজার পাশাপাশি নিজেদের শক্তি এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সে অনুযায়ী কাজ করেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব।’ মন্থর মাঠের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করলেন সাবেক এ হকি তারকা। তার কথায়, ‘মাঠ একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াতে পারে। মাঠ সমস্যা না হলে এ ম্যাচ আমরা জিতব, ইনশাল্লাহ।’ ম্যাচের আগে রামিমকে নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ শিবির। ভারত সফরের শেষ ম্যাচে চোট পান রামিম। ওমান ম্যাচের আগে শেষ অনুশীলনে চোটগ্রস্ত জায়গায় আবারও আঘাত পেয়েছেন তিনি।