মেসির প্রত্যাবর্তন ইস্যুতে নিশ্চিত নন জাভি

স্পোর্টস ডেস্ক
মেসির প্রত্যাবর্তন ইস্যুতে নিশ্চিত নন জাভি

মেসিকে অ্যাস্টনভিলায় নিয়ে আসতে নিজের পারিশ্রমিক কমাতে রাজি এমিলিয়ানো মার্টিনেজ—দলবদল বাজারে প্রতিদিন এমন নিত্যনতুন খবর আসছে। এ অবস্থায় লিটল জিনিয়াসের বার্সেলোনায় ফেরার বিষয়ে নিশ্চিত নন দলটির কোচ জাভি। বার্সেলোনার সোনালি সময়ে মেসি ও জাভি ছিলেন সতীর্থ, ক্লাবটির সাফল্যের রসায়ন। আর্থিক কারণে ক্লাব ছাড়তে বাধ্য হন মেসি, জাভির অধীনে এ মৌসুমে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল কাতালান জায়ান্টরা। পরের মৌসুমে মেসিকে বার্সায় দেখা যাবে কি না?—জাভিকে এমন প্রশ্ন শুনতে হচ্ছে নিয়মিত।

উত্তরে সমর্থকদের আশাবাদী হওয়ার মতো কোনো উত্তর দিতে পারেননি বার্সা বস। ‘মেসির বার্সেলোনায় আসার বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করছে। লিও (মেসি) আমার বন্ধু, ফুটবলার হিসেবে সে অসাধারণ। তার পরও এ ফুটবলারের বার্সায় ফেরার বিষয়টি নিশ্চিত নয়। কারণ এখানে আসার বিষয়ে তার মনোভাব ও সে কী চায় সেটাও জরুরি’—মেসির দলবদল ইস্যুতে বলছিলেন জাভি। সম্প্রতি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মেসি সৌদি আরবের ক্লাবে যাচ্ছেন। যদিও মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, সৌদি আরবে না গেলে বার্সেলোনা ও ইন্টার মিয়ামি হতে পারে মেসির গন্তব্য। জাভি নিশ্চিত না হলেও বার্সেলোনা সমর্থকরা আশাবাদী হয়ে উঠছেন ক্লাবের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com