
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জিজ্ঞাসাবাদ করেছেন দুই সুইস আইনজীবী। মূলত তিনটি অভিযোগে নিজ দেশের আইনজীবীদের মুখোমুখি হতে হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে।
সুইজারল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তার কথিত গোপন বৈঠকের তদন্তের জন্য ফিফা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করেন দুই সুইস আইনজীবী। ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে তা নিশ্চিত করেছেন একজন ম্যাজিস্ট্রেট। এএফপির কাছে পাঠানো ই-মেইলে হ্যান্স মাউরে লেখেন, ‘আমি আপনাকে নিশ্চিত করছি যে, ডা. (উলরিচ) ওয়েডার এবং আমার দ্বারা পরিচালিত কার্যধারায় শুনানি অনুষ্ঠিত হয়েছিল। তবে এ শুনানির সময় এবং উদ্দেশ্য সম্পর্কে আমি এখন কোনো মন্তব্য করছি না।’ এর আগে বুধবার সুইস গণমাধ্যম জানায়, মঙ্গলবার জুরিখে জিয়ান্নি ইনফান্তিনোকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ক্ষমতার অপব্যবহারের জন্য প্ররোচনা, দাপ্তরিক গোপনীয়তার লঙ্ঘন এবং ফৌজদারি কার্যক্রমে বাধা দেওয়া—এই তিন অভিযোগে ফিফা সভাপতি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। এ ছাড়া ২০১৬ ও ২০১৭ সালে সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবারের সঙ্গে তিনটি গোপন বৈঠকের জন্যও তাকে অভিযুক্ত করা হয়েছে। তবে ৫২ বছর বয়সী ফিফা সভাপতি জানান, লাউবারের সঙ্গে তার বৈঠকগুলো ছিল নিছক নিয়মিত ঘটনা। এ বছর তৃতীয় মেয়াদে ফিফার সভাপতির দায়িত্ব নেবেন ইনফান্তিনো। ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে ফিফার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের ফিফার সভাপতি নির্বাচিত হবেন তিনি।